রাজধানীর কামরাঙ্গীরচরে এক শিশুকে (১১) ধর্ষণের মামলায় এক যুবকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আজ সোমবার এ আদেশ দেন। আমৃত্যু করাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রাজু মিয়া (২৮)।
রায় ঘোষণার পর রাজুকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী মেয়েশিশুটি রাজধানীর কামরাঙ্গীরচরে বসবাস করে। আসামি রাজু মিয়া একই এলাকায় বসবাস করেন। ২০২২ সালের ৯ জানুয়ারি শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এর ছয় দিন পর দ্বিতীয় দফায় শিশুটিকে ধর্ষণ করেন রাজু মিয়া। এ ঘটনায় শিশুটির বাবা রাজধানীর কামরাঙ্গীরচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১০ মে রাজুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে আটজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।