আগস্ট ৭, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, বাঘাইছড়িতে পানিবন্দি ২ হাজার মানুষ

ভারি বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়েই চলেছে; যা বর্তমানে বিপৎসীমার বাইরে চলে গেছে। এ হ্রদের পানির ধারণক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট। এর ১০৮ ফুট হলে বিপৎসীমা।

বর্তমানে হ্রদে পানির স্তর ১০৮ দশমিক ৫৫ ফুট বা এমএসএল (মিন সি লেভেল) উচ্চতায় বলে জানিয়েছেন কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।

এদিকে কাপ্তাই হ্রদে অতিরিক্ত পানি বাড়ার কারণে রাঙামাটি সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ।

রাঙামাটি শহর ও বাঘাইছড়ি উপজেলায় বেশকিছু নিচু এলাকা তলিয়ে গেছে। বাঘাইছড়িতে দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সেখানে পানি উঠে যাওয়ায় কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, ভারি বৃষ্টিপাতে হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। রাঙামাটি শহরের আসামবস্তি-রাঙাপানি সড়কের একটি অংশে বুধবার সকালের দিকে পানিতে ডুবে গেছে।

এছাড়া বুধবার সকাল ১০টার দিকে বাঘাইছড়ির কাচালং ও মাচালং নদীর পানি বাড়ায় বাঘাইছড়ি পৌর শহরসহ উপজেলা সদরের মাস্টারপাড়া, মুসলিমব্লক, হাজীপাড়া, এফব্লক, মাধ্যমপাড়া ও কলেজপাড়াসহ বেশকিছু এলাকা তলিয়ে যায়। এতে অন্তত দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এছাড়া উপজেলা সদরের বাবুপাড়া, মাস্টারপাড়া, বটতলী, উগলছড়ি, করেঙ্গাতলী ও দুরছড়ি সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে ওই সব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, বাঘাইছড়ি উপজেলা সদরে বেশকিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পাঁচটি সড়কে পানি উঠায় যোগাযোগ বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসন থেকে ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানিবন্দি লোকজন আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন।