জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

ক‌র্মসূচি দিয়ে চাপের মধ্যে থাকাই বেশি বুদ্ধিমানের!

মুশফিক ওয়াদুদ : কয়েকটা বিষয় : ১। প্রোগ্রাম করতে পারুক কি না পারুক, আওয়ামী লীগ আসলে প্রাথমিক ভাবে অ‌র্জন করেছে এই ক‌র্মসূচীর মাধ্যমে। নিজেকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে পারছে। ক‌র্মসূচী করতে না পারলেও লস নাই।

২। এমনিতেই প্রচণ্ড চাপের মধ্যে থাকবে সেটা আওয়ামী লীগ জানে। ক‌র্মসূচী দিয়ে চাপের মধ্যে থাকাই বেশি বুদ্ধিমানের।

৩। আওয়ামী লীগের এখন যে অবস্থা তাতে ভারতের অনুমতি ছাড়া ক‌র্মসূচী নেয়া কঠিণ। মানে ভারতের সম্মতি আছে এই প্রোগ্রেমে। ভারতের নিশ্চয়ই একটা প্লান আছে।

৪। সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ বিরোধীরা যে হুমকি দিচ্ছেন এটা আসলে ভয় থেকে। নিজেকেই স্বান্ত্বনা দেয়ার চেষ্টা। বুদ্ধিমান মানুষ কিছু করলেও তার প্রমাণ স্যোশাল মিডিয়াতে রেখে দেয় না।

৫। দুই পক্ষ বড় ধরণের মারামারিতে জড়িয়ে পরলে সরকার পাবলিক সাপো‌র্ট হারাবে।

লেখক ও গ বেষক। ফেসবুক থেকে