জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

কমলাপুরে স্বাভাবিক হতে শুরু করেছে ট্রেন চলাচল

বাংলা ট্রিবিউন : কমলাপুর রেল স্টেশনের অটোমেটিক সিগন্যাল শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় চালু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। এরআগে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ওই লাইনের সিগনান্যালে সমস্যা দেখা দেয় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায়।

স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, শনিবার ১২টা থেকে কমলাপুর রেল স্টেশনের সিগন্যাল চালু হয়েছে। ফলে সব ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে একটু বিলম্ব হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারে ৮ ঘণ্টা লাগায় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এমনকি ট্রেন আসা-যাওয়ার ক্ষেত্রে ৫-৬ ঘণ্টা বিলম্বের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ও জামালপুরগামী যমুনা এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, শুক্রবার পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতের কারণে শিডিউল বিপর্যয়ের মধ্যেও দিনভর ট্রেন চলাচল করেছে। শুক্রবার কোনও ট্রেনের যাত্রা বাতিল হয়নি।

এদিকে, ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কমলাপুর স্টেশনে ভিড় দেখা গেছে। কয়েকজন যাত্রী জানান, শিডিউল বিপর্যয়ের কারণে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে রেলওয়ে জানিয়েছে, বিলম্বিত ট্রেনে যেতে না চাওয়া যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটি ধীর গতিতে থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ৮ ঘণ্টা পর শুক্রবার সকাল ৮টার দিকে উদ্ধার কাজ শেষে সাড়ে ৯টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় ট্রেনের শিডিউল ভেঙে পড়ার কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সূত্র : বাংলাট্রিবিউন