মঞ্জুরে খোদা টরিক : আমেরিকায় ডেমোক্র্যাটদের প্রতি মানুষের সমর্থন কমে রিপাবলিকানদের প্রতি সমর্থন বৃদ্ধি এটাই প্রমাণ করে যে, এবারের নির্বাচনে রিপাবলিকানদের জয়ের একটা বড় সুযোগ তৈরী হয়েছে। সেক্ষেত্রে তাঁরা যদি নির্বাচনে জিতেও যায় তাহলে তা ট্রাম্পের জনপ্রিয়তার জন্য নয়। মার্কিনে নানা অব্যবস্থাপনা, অর্থনৈতিক সংকট ও অস্থিতিশীল পরিস্থিতি ডেমোক্র্যাটদের প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে।
সবক্ষেত্রেই দেখা গেছে, জরিপে ট্রাম্প কিছু এগিয়ে আছেন। পিউ রিসার্চ, এনবিসি, ওয়াল স্ট্রিট জার্নাল, টাইমস, সিয়েনা কলেজের মতো বড় বড় জরিপে দেখা গেছে এই প্রথম দলগতভাবে ডেমোক্র্যাটদের চেয়ে এগিয়ে আছে রিপাবলিকানরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র পশ্চিমা প্রায় সকল দেশেই ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো ব্যাপক প্রতিকূলতার মুখে পড়ছে। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া সর্বশেষ জাপানে ক্ষমতাসীনদের পরাজয় হয়েছে। এই তালিকায় শীঘ্রই হয়তো ম্যাঁখোর ফ্রান্স ও কানাডার প্রিয় জাস্টিন ট্রুডোও নাম লেখাতে যাচ্ছেন। কোন সন্দেহ? লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক। ফেসবুক থেকে