মে ২৭, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের ২ ঘণ্টা কর্মবিরতির ডাক

উৎসব ভাতা বাড়ানোর দাবিতে আগামীকাল বুধবার (২৮ মে) দুই ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা। বর্তমান অন্তর্বর্তী সরকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ভাতা ২৫ শতাংশ বাড়ালেও কর্মচারীদের ভাতা না বাড়ানোয় তাঁরা এ কর্মসূচির ডাক দেন।

বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক জিয়া শাহীন এ তথ্য জানান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকার ঈদের আগে আমাদের ২৫ শতাংশ উৎসব বোনাস বৃদ্ধি করার দাবি মেনে নিক। অন্যথায় আমরা ঈদের পরে কঠোর কর্মসূচি দেব।’ তিনি বলেন, সারা দেশে ১৪ লাখের বেশি এমপিওভুক্ত বিদ্যালয়ের কর্মচারী আছেন। অল্প বেতনে তাঁরা যুগ যুগ ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন। তাঁরা সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকার তাঁদের দাবির প্রতি ভ্রুক্ষেপ করছে না। তাই বাধ্য হয়ে তাঁরা কর্মসূচি দিয়েছেন।

সংগঠনটির নেতারা জানান, তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের পক্ষ থেকে এর আগে শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আশ্বাস দিয়েছিলেন, কর্মচারীদেরও সমানুপাতিক হারে ভাতা বানানো হবে। কিন্তু শুধু শিক্ষকদের ভাতা বাড়ানোয় তাঁরা হতাশ। এ জন্য কর্মচারীরা কাল বুধবার ২ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি জিয়া শাহীন ও সদস্যসচিব সোলায়মান প্রামাণিক।