ফজলুল বারী : “ভারতের দ্য হিন্দু পত্রিকার সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ইউনুস দারুন এক মাইনক্যা চিপায় পড়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচির দশায় উপনীত হয়েছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ধরে ধরে যখন তাকে সাংবাদিক চেপে ধরছিলেন তখন তিনি ডিনাইল বা ডাহা মিথ্যা কথা বলে প্রসঙ্গ এড়াতে চাইছিলেন।
নোবেল পাওয়া এই বৃদ্ধ এত মিথ্যা বলতে পারে তা দেখে সত্যিই বিস্মিত হতে হয়েছে। তিনি বলেছেন তার সময়ে বাংলাদেশে কোন রকম হিন্দু নির্যাতন হয় নাই। এটা অপপ্রচার যা একদল লোক বিশ্বজুড়ে করছে। প্রথমে তিনি সম্পূর্ণ অস্বীকার করে বলেন আমি মনে করি ট্রাম্প বাংলাদেশকে নিয়ে কোন বিবৃতি দেননি।
সাংবাদিক বলেন দিয়েছেন তো বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে। তখন তিনি হতাশ হয়ে বলেন ….ভাল। কিন্তু যখন ট্রাম্প বাংলাদেশে আসবেন তখন তিনি নিশ্চিত অবাক হবেন তাকে কতটা ভুল বোঝানো হয়েছিল।
তিনি নিজকে সামলে নিয়ে বলেন তিনি মনে করেননা শুধু যুক্তরাষ্ট্রের একজন নতুন প্রেসিডেন্টের কারনে সব কিছু বদলে যাবে ( ইউনুস হয়ত ভাবছিলেন হিলারী ও তার স্বামী ক্লিনটন না থাকলেও তার দোস্ত বারাক ওবামা রিপাবলিকানদের পিঠ চুলকিয়ে দিয়ে বাংলাদেশের উপর ডেমোক্রেটদের পলিসি টিকিয়ে রাখবেন) ! ট্রাম্প জেতাতে তিনি যে ঘাবড়ে গেছেন এটা তার কথা থেকেই বেশ স্পষ্ট ! বেশ হাস্যকর যুক্তি দেখিয়ে তিনি এটা তার নুতন বাংলাদেশ বা ২ নম্বর বাংলাদেশ তাই সমস্যা হবে না।
সাংবাদিক তাকে মোদির অভিযোগের কথা স্মরন করিয়ে দিলে বলেন এসব আসলে মিডিয়ার অপপ্রচার । বাস্তবতা আসলে ভিন্ন ! সাংবাদিক এসব অপপ্রচারকারী কারা বলে তিনি মনে করেন তখন ইউনুস বলেন আমি জানি না।
সাংবাদিক বলেন সরাসরি ভুক্তভোগী হিন্দুরাই তো আপনার প্রতি অভিযোগ করছে এমনকি মানবাধিকার সংগঠন অধিকার তাদের রিপোর্টে বলছে গত মাসেই ৮ জন বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার ও ৮৪১ জন মানুষ আহত হয়েছে যাঁদের সবাই হয় সংখ্যালঘু না হয় আওয়ামী লীগের কর্মী ! আপনি ১৬৭ সাংবাদিকদের এক্রেডিশন কার্ড বাতিল করে অতীতের সরকারের মত সংবাদপত্রের কন্ঠরোধ করছেন ! জবাবে তিনি প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন মানুষ বিচার করছে …।
ডক্টর ইউনুস অস্বীকার করেন তার সরকারের সবাই মানবাধিকার কর্মী কোনো ইসলামিষ্ট নেই। তাই তারা মানবাধিকারের বাইরে কিছু করবেন না (অথচ তার উপদেষ্টা পরিষদে আসিফ নজরুলের মত নব্য রাজাকার ও চারজন শিবির ও হিজবুত তাহেরীর উপদেষ্টা আছে)।
শেখ হাসিনা মানুষকে ঘর থেকে বের হয়ে তার সরকারের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ছবি বুকে নিয়ে আন্দোলনের কথা বলছে এজন্যই তিনি তাকে ইন্টারপোলের হাতে দিতে চান। সাংবাদিক যখন বলেন ভারত এটা না মানলে কি করবেন? তিনি তখন চুপসে গিয়ে বলেন আমার পরবর্তী সরকার তা মানবে না (উনি ধরে নিয়েছেন জামাত ক্ষমতায় আসবে)!
ভয়েস অব আমেরিকার সঙ্গে এক সাক্ষাতকারে ইউনুসকে নাস্তানাবুদ হতে দেখা গেছে! ভয়েস অব আমেরিকা, আল জাজিরার সাক্ষাৎকারের পর ব্যাখ্যা দিতে হয়েছে তার প্রেস উইংকে। এবার দি হিন্দু তার মুখোঁশ খুলে দিয়েছে!” (অনলাইন থেকে)। ফেসবুক থেকে