জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

একুশে আগস্ট দেশে কিছু ঘটেনি?

রুহিন হোসেন প্রিন্স: একুশে আগস্ট দেশে কিছু ঘটেনি? আইন কি তার নিজের গতিতে চলছে? চিকিৎসা সেবা নিতে গেলেও হামলা? গণভাবে হত্যা মামলার আসামি? সর্বত্র মানুষের জানমালের নিরাপত্তা কি থাকছে? ‘মব’ তৈরি করে নানা ঘটনা ঘটানো হচ্ছে, প্রচেষ্টা চলছে!সরকার কি করছে? সরকার কি যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে পারছে?

পতিত স্বৈরাচার, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তির আস্ফলন কি কমছে? দেশি-বিদেশি অপশক্তির তৎপরতা কি নেই? অর্থনীতি ও রাজনীতিতে দূর্বৃত্তায়ন প্রতিরোধ, স্বৈরাচারী, ফ্যাসিবাদী ব্যবস্থা উচ্ছেদ ছাড়া কি মানুষের মুক্তি আছে? নিজের, নিজেদের স্বার্থ রক্ষায় সচেতন ও সংগঠিত হওয়ার বিকল্প কি কিছু আছে? ০১.১২.২০২৪. লেখক: সাধারণ সম্পাদক, সিপিবি। ফেসবুক থেকে