এপ্রিল ১৯, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

এই সরকারের কেউ কি সৎ?

তসলিমা নাসরিন : দেশ কার হাতে? মুহম্মদ ইউনুস কি জানেন কী হচ্ছে দেশে? মনে হচ্ছে জানলেও তাঁর কিছু যায় আসে না। হাসিনার বিরুদ্ধে তাঁর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। এখন দেশ গোল্লায় যাক। তাতে তাঁর কী! জামায়াত-শিবির-হিযবুতিরা এবং জামায়াত-সমর্থক আর্মিরা যেভাবে ইচ্ছে সেভাবে চালাক দেশ। আওয়ামী লীগ অসৎ ছিল। এ কথা সবাই জানে। এই সরকারের কেউ কি সৎ? শুনেছি আর্মি আর বৈষম্যপ্রেমী সমন্বয়করা নাকি কোটি কোটি টাকা খাচ্ছে আওয়ামী লীগের নেতা -কর্মী আর সমর্থকদের কাছ থেকে!

রাতের অন্ধকারে তাদের পগার পার করিয়ে! অর্থাৎ নিরাপদে দেশের বাইরে পাঠিয়ে! জানি না কতটা সত্যি এইসব কথা। তবে এ তো দেখছিই হাসিনা সরকারের পেয়ারের লোকজনের মধ্যে কারও বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, কেউ আবার দিব্যি ব্যবসাপাতি চালাচ্ছে! এই ব্যবসাপাতি চালানোর স্বাধীনতা নাকি কোটি টাকার বিনিময়ে সম্ভব হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে যেভাবে দুর্নীতি চলতো, এখন নাকি একই কায়দায় আরও ভয়াবহ দুর্নীতি চলছে!

আওয়ামী লীগ সরকার যেমন সর্বক্ষেত্রে সর্বত্র আওয়ামী লীগের লোক বসিয়েছিল, এই জামায়াত-শিবির-হিযবুতি সরকার তেমন নিজেদের লোক বসাচ্ছে সর্বত্র। কী পার্থক্য তাহলে আগের সরকার আর এই সরকারের মধ্যে? কিছু তো পার্থক্য আছে, সেটা হলো আগের সরকার মৌলবাদিদের তোষণ করতো, আর এখন মৌলবাদি সরকার আগের সরকারকে শোষণ করছে। ফেসবুক থেকে