জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

এই মুহূর্তে আসল প্রাপ্তি হলো, ভারতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়

ফজলুল বারী : সরল লোকেরা ভারত থেকে পাওয়া শেখ হাসিনার ট্র্যাভেল ডকুমেন্টে বঙ্গবন্ধুকন্যা কোথায় কোথায় যেতে পারবেন এটা হিসাব করছেন! এই মুহূর্তে আসল প্রাপ্তি হলো ভারতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়। যা তার নিরাপত্তার জন্য ভারতীয় বাধ্যবাধকতাকে সুরক্ষিত করেছে।

ট্র্যাভেল ডকুমেন্ট তাঁকেই দেয়া হয় যিনি সংশ্লিষ্ট দেশে রাজনৈতিক আশ্রয় পান। নীল রঙের এই ট্র্যাভেল ডকুমেন্টের মূল জিম্মাদার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন। এখন বাংলাদেশের এন্টি আওয়ামী লীগ সরকার ভারত থেকে শেখ হাসিনাকে আনতে না পারলেও তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করাতে পারে।

আর বাংলাদেশের মার্কিন প্রভাবিত সরকারের কারণে এই সময়ে তাঁর ভারতের বাইরের কোনো দেশে যাওয়াও নিরাপদ হবে না বা ভারত সরকার তাঁকে ভারতের বাইরে যেতে নিরুৎসাহ দেখাবে। অনুকূল পরিবেশে বাংলাদেশেই ফিরে আসবেন জাতির জনকের কন্যা।