জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ মতামত

এই মুহূর্তে আওয়ামী লীগ-বিএনপি জোটের কোনো বিকল্প নেই!

সুষুপ্ত পাঠক : বিএনপিকে রাজনীতির মাঠ থেকে ফ্যাসিবাদী কায়দায় উচ্ছেদ করে আওয়ামী লীগ তার ‘পাপের ফল’ ভোগ করছে! বিএনপির মত মডারেট একটি দল না থাকলে তার বিকল্প যে হিযবুত তাহরীর মত কোন জঙ্গি দল গোপনে গোপনে বাড়তে থাকে এবং আওয়ামী বিরোধী সমর্থকরা জেনে বা না জেনে সেই শক্তির সমর্থক হয়ে পড়ে সেটি লীগ কি শিক্ষা নিয়েছে?

ক্ষমতা পরিবর্তনের স্বাভাবিক পথ না রাখলে সে পরিবর্তন অস্বাভাবিক পথে বের হবে। কথাটা তাজউদ্দীন আহমদের।
বিএনপি ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগ নেতৃত্বকে শেষ করতে জঙ্গিদের সহায়তা নিয়েছিল। ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন এইসব কিছু ছিল বিএনপির শেষ হবার সূচনা। বিএনপি কি শিক্ষা নিয়েছে বা নিবে এসব তাদের জন্য কোন মঙ্গল ডেকে আনেনি?

এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগ জোটের কোন বিকল্প নেই। আগেও এটা বলেছি। আজ ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে কাল ছাত্রদল নিষিদ্ধ হবে। এটা অশনি সংকেত। মডারেট গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগ বিএনপি এই দুটি দলই প্রতিদ্বন্দী থাকুক। তাদের মধ্যেই ক্ষমতায় যাবার জন্য প্রতিদ্বন্দীটা থাকবে। কোন জঙ্গি খিলাফতী দল সুযোগে দেশ দখল করার বাসনা করবে তা হতে পারে না। এই দুই বৃহত দল দুটি যত তাড়াতাড়ি নিজেদের আত্মসমালোচনা করতে পারবে, বাস্তবতা বুঝতে পারবে ততই দেশের মঙ্গল। ফেসবুক থেকে