স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে ভয়েস অফ সুইডেনের।
যাচাই করে দেখা যায় এ বছরের ১৬ মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কুমিল্লা), উপদেষ্টা আসিফ মাহমুদের পিতার প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত করেন।
এ বিষয়ে জানতে ভয়েস অফ সুইডেনের প্রতিনিধি উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করে। তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান ও কিছুক্ষন অপেক্ষা করতে বলেন। তিনি সময় নিয়ে যাচাই করে জানান লাইসেন্স ও তালিকাভুক্তির বিষয়টি সঠিক, কিন্তু এটা তাঁর জ্ঞাতসারে করা হয়নি। স্থানীয় জনৈক ঠিকাদার তাঁর শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে এবং তালিকাভুক্ত করতে প্ররোচিত করেন। তিনি আরো জানান এই লাইসেন্স ও তালিকাভুক্তির ব্যবহার করে কোন ধরনের কাজ করা হয়নি। আসিফ মাহমুদের এই দাবির সত্যতা অনুসন্ধান চলছে।
বাংলাদেশ
উপদেষ্টা আসিফের শিক্ষক পিতার ঠিকাদারি লাইসেন্স, কিসের ইঙ্গিত?
- লিখেছেন নিজস্ব প্রতিবেদক
- এপ্রিল ২৩, ২০২৫
- ০ মন্তব্য
- ১ মিনিটের কম সময়
- 51 জন দেখেছে
