ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলে অবস্থিত কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ইসরাইলের সামরিক বাহিনীর হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, দূরনিয়ন্ত্রিত যুদ্ধবিমান ১৫টি ইরানি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি জ্বালানি সরবরাহের উড়োজাহাজ এবং ইরানের এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ মডেলের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, বিমানবাহিনী এই বিমানবন্দরগুলো থেকে উড়ান পরিচালনার সক্ষমতা এবং ইরানি সেনাবাহিনীর বিমান শক্তির কার্যক্রম ব্যাহত করেছে।
তবে এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ইরানের মধ্যাঞ্চলের কেরমানশাহ প্রদেশের হামিল শহরে ইসরাইলের ড্রোন হামলায় ইরানি এক মা এবং তার ৬ বছরের ছেলে সন্তান নিহত হয়েছে।
ইরানের প্রেস টিভি ও ফার্স সংবাদ সংস্থার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলাটি হয়েছিল গত শনিবার। ওই সময় একটি ট্রাক আর একটি যাত্রীবাহী গাড়িতে হামলা চালায় ইসরাইলি ড্রোন।
কেরমানশাহ প্রদেশের কর্মকর্তারা জানান, ইসরাইলি হামলায় ওই নারীর স্বামী ও আরেক সন্তান আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।