১. ইতিহাস কাউকে ইনডেমনিটি দেয় না। ক্ষমতা মনে করে তার আদেশ কিংবা ডিক্রি শেষ কথা ভুল। ২. ইংরেজিতে একটা কথা আছে: Today it’s me, tomorrow you’ আজ আমার কাল তোমার
৩. আজ ক্ষমতা যে ইতিহাস উৎপাদন করে, কাল সেই ইতিহাস বদলে ফেলে অন্য ক্ষমতা। ইতিহাস ক্ষমতার পরম্পরা
৪. আজ যেখানে মসজিদ, গতকাল ওখানে মন্দির ছিল, আগামিকাল সেখানে প্যাগোডা শোভা পাবে। ইতিহাস ভাঙে এবং গড়ে, স্থির কোন বিষয় নয়।
৫. ইতিহাস রিপিটেশন অপছন্দ করে। কখনো কখনো একইরকম মনে হয় কিন্তু এক নয়। ভাল করে দেখলে দেখা যাবে মর্মবস্তু বদলে গেছে। কেননা সামাজিক বিকাশ পেছনে হাঁটে না, সামনেই চলে, তবে সরলপথে নয়, সর্পিল তার গতি। কখনো মন্থর। অমিমাংসিত বিষয়গুলি মিমাংসিত হতে দ্বন্দ্বগুলি কখনো প্রকটভাবে হাজির হয়, তখন রক্তপাত বেশি হয়। রক্তপাত ছাড়া সামাজিক দ্বন্দ্বের মিমাংসা হয় না।ৎ
৬. বাংলাদেশ ৪৭ এর দ্বন্দ্বগুলি ৭১ এ সম্পূর্ণ মিমাংসা করতে পারে নাই, সেগুলি এখন প্রকটভাবে হাজির হয়েছে।
৪৭ এবং ৭১ মুখোমুখি। বিনা রক্তপাতে কেহ নাহি ছাড়িবে সূচ্যগ্রমেদিনী..। ৭. প্রস্তুত হও বাংলাদেশ..।
লেখক: কথাসাহিত্যিক