শ্বাসনালীর ক্যান্সারে আক্রান্ত ফেনীর পরশুরামের সোহাগ দেওয়ান (৩২) নতুন জীবন শুরু করতে পাড়ি দেন ইতালির রোমে। স্বপ্নের দেশে পৌঁছে এক দিন পরই তার আকস্মিক মৃত্যুতে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।
সোহাগ দেওয়ান পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়ার মীরু দেওয়ানের ছোট ছেলে। পরিবারে তার স্ত্রী ও এক বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তারমধ্যে কর্মজীবন শুরু করতে গত ১৬ আগস্ট পাড়ি দেনইতালিতে। ১৭ আগস্ট বিকেলে তিনি ইতালির রোমে পৌঁছান। সেখানে অসুস্থতাবোধ করলে বড় ভাই বাবলু দেওয়ানসহ ইতালির একটি হাসপাতালে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। একপর্যায়ে হাসপাতাল থেকে বড় ভাইয়ের বাসায় পৌঁছালে সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।
সোহাগের বাবা মীরু দেওয়ান বলেন, আমার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সোহাগ সবার ছোট ছিল। চিকিৎসা ও স্বপ্নপূরণে ইতালিতে পাড়ি দিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার একদিনের মাথায় ছেলের মৃত্যুর খবর পেয়েছি। এমন করুণ মৃত্যু কারো না হোক। পুরো পরিবার শোকে স্তব্ধ। তার মরদেহ দেশের আনার চেষ্টা চলছে।
সোহাগের বড় বোন আয়েশা আক্তার বলেন, সোহাগ ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বৈধ পথে স্পন্সর ভিসার জন্য আবেদন করেছিল। গত ২ জুলাই ইতালিতে তার ওয়ার্ক পারমিট ইস্যু হয়। পরবর্তী ১৭ জুলাই দূতাবাসে ভিসার আবেদনপত্র জমা দেয়। মাত্র ১০ দিনের মধ্যেই সে ভিসা হাতে পায়। এরপরই চোখের পলকেই ভাইকে হারিয়ে ফেললাম।