আইপিএল শেষ হলেই ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা উড়াল দিবে ইংল্যান্ডে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে গৌতম গম্ভীরের দল। বিরাট কোহলি-রোহিত শর্মারা অবসর নেওয়ায় আসছে সফর চ্যালেঞ্জিং হতে চলেছে সফরকারীদের জন্য। এরই মাঝে আবার নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন জশপ্রীত বুমরা।
আসন্ন ইংল্যান্ড সফরে পুরো পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে জাসপ্রিত বুমরাহকে পাওয়ার সম্ভাবনা কম। ভারতের হয়ে টেস্টে নিয়মিত সেরা পেসার হলেও এবার পুরো সিরিজে তার খেলা হচ্ছে না বলেই জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
আগামী ২০ জুন শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজ। শনিবার, ২৪ মে, ভারতের স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর অস্ট্রেলিয়া সফরে থাকা বেশিরভাগ ক্রিকেটারকেই রাখা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে কয়েকজন নতুন মুখও থাকবেন মূল দলে, যারা এবার ইংল্যান্ড সফরে যাবেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, বুমরাহ আগেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন যে তার শরীর একাধারে পাঁচটি টেস্ট খেলার ধকল সহ্য করতে পারবে না। তিনটির বেশি খেললে চোটের ঝুঁকি বাড়বে।
প্রতিবেদনে বলা হয়েছে, “বুমরাহ আগে থেকেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে, তিনটির বেশি টেস্ট খেলতে পারার মতো শারীরিক সক্ষমতা নেই। তাই নির্বাচকদের মধ্যে দ্বিধা ছিল, এমন ঝুঁকিপূর্ণ একজন বোলারকে নিয়ে পুরো সফরের পরিকল্পনা করা ঠিক হবে কিনা।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে পাঁচ ম্যাচই খেলেন বুমরাহ। শেষ ম্যাচে অধিনায়ক হিসেবেও খেলেছিলেন, কারণ রোহিত শর্মা তখন বাজে ফর্মে পড়ে নিজেই সরে দাঁড়ান। সেই শেষ টেস্টেই পিঠে চোট পান বুমরাহ, আর ভারত ১-৩ ব্যবধানে সিরিজ হারায়।
এবার তার পুরো সিরিজে না থাকা ভারতীয় বোলিং ইউনিটের জন্য বড় ধাক্কা। বিশেষ করে যখন আরেক অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির অংশগ্রহণও নিশ্চিত নয়।
মোহাম্মদ শামি এখন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে বল করতে পারছেন ঠিকই, কিন্তু লাল বলের ক্রিকেটে ফেরার মতো ‘ওয়ার্কলোড’ বা প্রস্তুতি তিনি এখনও তৈরি করতে পারেননি বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ছিল ভারতের হয়ে শামির শেষ টেস্ট ম্যাচ। এরপর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন চোটের কারণে।
ক্রিকইনফো আরও জানিয়েছে, চলতি সপ্তাহে বিসিসিআইয়ের মেডিকেল টিমের একজন সদস্য লখনৌ সফর করেন, হায়দরাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের আগে শামির ফিটনেস পরখ করতে।
তবে এখনো নিশ্চিত নয়, নির্বাচকেরা শামিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন কিনা। তবে মনে করা হচ্ছে, মেডিকেল রিপোর্ট সন্তোষজনক না হলে ঝুঁকি না নিয়ে শামিকে বাদ দেওয়াই হবে তাদের সিদ্ধান্ত।