ডিসেম্বর ৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
খেলাধুলা

আজ ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রেসকোর্স মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের দল। অন্যদিকে, ভারতও শক্ত প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে। তবে বাংলাদেশ দল আত্মবিশ্বাসী, ভালো খেলে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে খেলোয়াড়রা।

দলের কোচ গোলাম রব্বানী বলেন, “ভারত খুবই শক্তিশালী দল, তবে আমাদের ছেলেরা তৈরি। তারা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয় সম্ভব। দেশের মানুষের দোয়া ও সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি।”

দলের অধিনায়ক নাজমুল হুদা বলেন, “আমাদের সামনে এখন শুধু একটাই বাধা—ভারত। আমরা গ্রুপপর্বে এবং সেমিফাইনালে ভালো খেলেছি। এখন সবার প্রত্যাশা পূরণ করতে মাঠে নামব।”

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সাফের বয়সভিত্তিক চারটি আসরেই শিরোপা জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এবার সেই শিরোপা খরা কাটাতে চায় নাজমুল বাহিনী।