জুলাই ১৪, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও ইসির তালিকায় থাকছে ‘নৌকা’ তবে আসছে না ‘শাপলা’

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও দলটির প্রতীক ‘নৌকা’ আপাতত নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে বহাল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাছউদ। অন্যদিকে, এনসিপির প্রস্তাবিত ‘শাপলা’ প্রতীক এখনই তালিকাভুক্ত হচ্ছে না।

রোববার নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাছউদ এ কথা জানান।
আব্দুর রহমানুল মাছউদ বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনি প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে।

এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরবর্তীতে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে।

আব্দুর রহমানুল মাছউদ তিনি আরও বলেন, যতক্ষণ আওয়ামী লীগের বিষয়ে সরকারের অন্য কোনো সিদ্ধান্ত বা আদালতের কোনো নির্দেশনা না আসা পর্যন্ত নৌকা প্রতীক তালিকায় রাখা যাবে না।
ইসি কর্মকর্তারা বলছেন, কোনো দল নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে যে প্রতীকগুলো থাকে সেখান থেকেই বরাদ্দ পায়। এক্ষেত্রে ইসির প্রস্তাব আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলেই প্রজ্ঞাপন জারি করবে কমিশন।

বর্তমানে ইসির তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি প্রতীক বরাদ্দ রয়েছে রাজনৈতিক দলের জন্য। যার মধ্যে স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগেরও প্রতীক রয়েছে। অবশিষ্ট ১৯টি প্রতীক রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। তবে নতুন তালিকা আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত হয়ে আসলে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লাসহ প্রতীকের সংখ্যা দাড়াবে ১১৫টি।