জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

আওয়ামী লীগের জন্য উইন-উইন সিচুয়েশন

আবুল হাসনাত মিল্টন : ঐতিহাসিক ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। এই দিনেই ঘোষণা দিয়ে রাজপথে নামছে আওয়ামী লীগ। সারা বিশ্বের বাঙালির দৃষ্টি থাকবে দেশের দিকে। যদি সরকারের পেটোয়া বাহিনী আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা হয়, তাহলে দেশে-বিদেশে খুনি ইউনূস সরকার সমালোচিত হবে। আর যদি বাধা না দেয়, তাহলে ধারাবাহিকভাবে ইউনূস সরকারের পতনের আন্দোলন চলতে থাকবে। অর্থাৎ, যাই ঘটুক আওয়ামী লীগের জন্য উইন-উইন সিচুয়েশন। ফেসবুক থেকে