ভারতে আর অ্যাপলের পণ্য উৎপাদন না করতে কোম্পনির সিইওকে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, তিনি চান না, অ্যাপল তাদের জিনিস ভারতে আর উৎপাদন করুক। ভারত নিজেরাই নিজেদেরটা পারবে বলেও জানান ট্রাম্প।
বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় এসব কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমি চাই না তুমি ভারতে অ্যাপলের পণ্য উৎপাদন কর। তুমি যদি ভারতের দেখভাল করতে চাও তাহলে করতে পার। কিন্তু ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর মধ্যে একটি। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন।’
ট্রাম্প আরও দাবি করেছেন যে, নয়াদিল্লি ওয়াশিংটন ডিসিকে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে এবং বলেছে তারা মার্কিন পণ্যের উপর কোনো শুল্ক আরোপ করবে না।’
এদিকে, ট্রাম্প টিম কুকের বিষয়ে আরও বলেন, ‘বছরের পর বছর ধরে চীনে তুমি যে সমস্ত কারখানা তৈরি করেছ তা আমরা সহ্য করছি। কিন্তু আমরা চাই না যে, তুমি ভারতে কারখানা নির্মাণ কর। ভারত নিজেরাই নিজেদের যত্ন নিতে পারবে।’
অ্যাপল, যার আইফোন এবং ম্যাকবুক বিশ্বব্যাপী জনপ্রিয়, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে তার উৎপাদন সম্প্রসারণ করতে প্রস্তুত বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
ভারতে উৎপাদনের বিরুদ্ধে অ্যাপলের প্রতি ট্রাম্পের এই ইঙ্গিত এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এসেছে যখন আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি ট্রাম্প প্রশাসনের শুল্ক মোকাবেলায় ভারতে উৎপাদন সম্প্রসারণ করতে চাইছে। এছাড়া চীন থেকে অন্যত্র উৎপাদন স্থানান্তরের পরিকল্পনা করছে।
বর্তমানে ভারতে অ্যাপলের তিনটি কারখানা রয়েছে। দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে। এর মধ্যে একটি ফক্সকন পরিচালিত করে এবং অন্য দুটি টাটা গ্রুপ পরিচালনা করে। আরও দুটি অ্যাপল কারখানা পাইপলাইনে রয়েছে।
সূত্র: এনডিটিভি