জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ বিশ্ব

অল্প দেখায় মার্কিন নির্বাচন এবং ডোনাল্ড ট্রাম্প

মিরাজুল ইসলাম : আমি যেখানে আছি সেই মিনেসোটা রাজ্য ডেমোক্রেটদের পক্ষে রায় দিলেও এর ডানে বামে নীচের সব রাজ্য রিপাবলিকানদের আধিপত্য। বিশেষ করে পাশের রাজ্য উইসকনসিনে ডেমোক্রেটরা জিতবে ভেবেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে জেনেছি, কৃষকদের রাজ্য হিসেবে পরিচিত উইসকনসিন ডোনাল্ড ট্রাম্পের প্রতি আস্থা রাখতে যাচ্ছে। একই ভাবে কিন্তু মিনেসোটার ফার্মার্স’রাও ভোট দিয়েছে ট্রাম্পকে। এই দুই রাজ্যে কৃষকদের শতকরা ৯৯% সবাই শ্বেতাঙ্গ।

ট্রাম্প নির্বাচনে জিতলে তাদের ট্যাক্স লাঘব করা ছাড়াও বাড়তি ভর্তুকি দেবার কথা দিয়েছিল।
তারা আশ্বস্ত হয়েছিল ট্রাম্পের নির্বাচনী প্রচারণায়। সেই সাথে নিজেদের শ্বেতাঙ্গ পরিচয়ের বাড়তি ছুপা গর্ব তো আছেই।
মিনেসোটায় যদি প্রায় সত্তর হাজার ভিয়েতনামী এবং এক লাখ সোমালিয়ান না থাকতো তবে এই রাজ্যেও রিপাবলিকানরা জিতে যেতো।
বোঝা যাচ্ছে, আগামী চার বছর পর ডেমোক্রেটরা যদি ক্ষমতায় যেতে চায় তবে প্রচুর পরিশ্রম করতে হবে।

কারন ডোনাল্ড ট্রাম্প মানুষ হিসেবে যত খারপই হোক, বর্ণবাদী, পারভার্ট কিংবা যতই অদ্ভুত চরিত্রের মানুষ হোক, মার্কিন বুদ্ধিজীবীরা যতই ট্রাম্পের সমালোচনা করুক, ডোনাল্ড ট্রাম্প ঠিকই প্রমান করতে সমর্থ হয়েছেন তিনি আঠার-ঊনিশ শতকের ‘স্যাটালার আমেরিকান’দের খাঁটি বংশধর।
যাদের একমাত্র যোগ্যতা ছিল শ্বেতাঙ্গ হিসেবে জন্ম নেবার জন্মগত অধিকার। যে অধিকারের জোরে তারা নেটিভ আমেরিকানদের ‘মার্কিন’ জাতীয়তার পোশাক পড়ানোর জন্য তাড়িয়ে বেড়িয়েছিলো দক্ষিণ থেকে আরো উত্তরে, পূর্ব থেকে আরো পশ্চিমে।
যারা বশ মানেন নি মেরে ফেলা হয়েছে।

এই মিনেসোটায় সবচেয়ে বেশী নির্যাতন হয়েছিল লাকোটা এবং ওজিবু নেটিভ আমেরিকানদের উপর।
ডোনাল্ড ট্রাম্পের ভোটাররা কমবেশী এই ইতিহাসের চর্চা সম্পর্কে জ্ঞাণ রাখেন এবং এই রক্তাক্ত ইতিহাস নিয়ে গোপনে গর্বও করেন।
খেয়াল করে দেখবেন, গতকাল রাতে ফ্লোরিডায় ট্রাম্পের বিজয় মঞ্চে উপস্থিত ডেলিগেটদের মধ্যে একজনও কৃষ্ণাঙ্গ কিংবা এশিয়ান আমেরিকান ছিলেন না। একমাত্র ব্যতিক্রম ছিলেন নতুন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভেন্সের স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঊষা চিলকুরি। ট্রাম্পের সঙ্গী-সাথী বাকী সবাই ছিলেন লালচে কিংবা ধবধবে শাদা। তারপরও মন্দের ভালো, রিপাবলিকানরা এই নির্বাচনে কোন হিপোক্রেসির আশ্রয় নেয় নি, যা বিশ্বাস করে তাই সরাসরি বলেছে। বাকীটা ছিল আমেরিকান জনগণের ইচ্ছা! মিনেসোটা। লেখক ও চিকিতসক