জুলাই ২৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব

অবৈধভাবে ইরানে প্রবেশের সময় ৩৩ বাংলাদেশি আটক

অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টার সময় পাকিস্তান-ইরান সীমান্তে ৩৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি)।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, বুধবার (২৩ জুলাই) বেলুচিস্তান প্রদেশের চাগাই জেলার মাসকিল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এলাকাটি পাকিস্তান থেকে অবৈধভাবে ইরানে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে পরিচিত।

সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, আটক বাংলাদেশিরা গত জুন এবং চলতি জুলাই মাসে বৈধ ভিজিট ভিসায় পাকিস্তানে প্রবেশ করেন। তবে যথাযথ কাগজপত্র বা আইনি ছাড়পত্র ছাড়াই তারা ইরানে যাওয়ার চেষ্টা করেন।

গ্রেফতারকৃত বাংলাদেশিরা বুধবার দলবদ্ধ হয়ে ইরানের ঢোকার চেষ্টা করেন। তবে সীমান্তের কাছে একটি অপ্রচলিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সন্দেহ হলে নিরাপত্তা কর্মীরা তাদের থামায়। জিজ্ঞাসাবাদের সময়, তারা ইরানে প্রবেশের জন্য কোনো আইনি নথিপত্র দেখাতে ব্যর্থ হয়।

এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘ঘটনাস্থল থেকে আটক ৩৩ জনের সবাইকে পরবর্তী তদন্তের জন্য এফআইএ-এর কাছে কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, গ্রেফতাকৃতরা সীমান্তের ওপারে পরিচালিত একটি মানবপাচার চক্রের সদস্য হতে পারেন।