জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হওয়া রিকশাচালক আজিজুর রহমান অবশেষে কারামুক্তি পেয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। তার মুক্তিতে পরিবারে স্বস্তি ফিরে এসেছে।
কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার সন্ধ্যা ১০টা ৩৫ মিনিটে আইনি প্রক্রিয়া শেষে আজিজুর কারাগার থেকে বেরিয়ে আসেন। এ সময় কারাফটকে অপেক্ষায় থাকা পরিবারের সদস্যরা তাকে অশ্রুসিক্ত হয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেলে তাকে মারধর করা হয় এবং পরে পুলিশ ‘সন্দেহজনক আচরণের’ অভিযোগে আটক করে। এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আজিজুরের পরিবারের সদস্যরা জানান, একজন দিনমজুরের এমন আকস্মিক গ্রেপ্তারে তারা হতবাক ও বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তার অনুপস্থিতিতে পরিবারটি তীব্র মানসিক ও আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল।
তার আইনজীবি ফারজানা ইয়াসমিন রাখি জানান, আজিজুর জামিনে মুক্তি পেলেও তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি এখনও তদন্তাধীন। তাকে আদালতের সকল নির্দেশনা মেনে চলতে হবে।