জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ মতামত

অনতিবিলম্বে নির্বাচন হোক!

মাসুদ রানা : মঙ্গলের জন্য বৈধতা অপরিহার্য্য। তাই অসাংবিধানিক ও অবৈধ ইউনূস-সরকারের পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়।
এই মুহূর্তে জাতীয় সংসদের সুষ্ঠু নির্বাচনই পারে যাবতীয় জঞ্জাল ভাসিয়ে নিয়ে একটি পরিছন্ন উর্বর রাজনৈতিক জমিন প্রস্তুত করতে। কারণ, সংবিধানিক পন্থায় অনুষ্ঠিত একটি সুষ্ঠু নির্বাচনই বৈধতা দেবে সকল প্রকারের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের।
অনতিবিলম্বে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন হোক জাতিসংঘের নজরদারিতে। সংখ্যাগরিষ্ঠের ভৌটে নির্বাচিত জাতীয় সংসদ প্রয়োজনীয় সকল সংস্কার করুন। ২৬/১১/২০২৪। লণ্ডন, ইংল্যাণ্ড। ফেসবুক থেকে