তিন ফরম্যাটে অধিনায়ক থাকতে চাচ্ছেন না নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অধিনায়ক নিয়েই চলছে নানা গুঞ্জন। অনেকের নাম উঠে আসছে। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে ব্যাটার তাওহীদ হৃদয় জানিয়েছেন, অধিনায়ক এমন খেলোয়াড়কেই করা উচিত যার মাধ্যমে দলের ভালো কিছু হবে।
সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ। দলের একাংশ অবশ্য আজ শনিবার মরুর বুকে উড়ে যাচ্ছেন। বাকিরা যাবেন রবিবার। যাওয়ার আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কথা বলেছেন তাওহীদ হৃদয়। সম্ভাব্য অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে তার নামও শোনা যাচ্ছে। এ ব্যাপারে প্রশ্ন করতেই তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টির অধিনায়কের ব্যাপারে বিসিবি সিদ্ধান্ত নেবে। এটা আমার বিষয় নয়। তবে আমি মনে করি, এটা শুধু আমার বা দু-একজন দিয়ে হবে না। বিসিবি বা যারা দায়িত্বে আছেন, তারা ভালো জানেন। আমার মনে হয় দলের ভালোর জন্য যার কাছে যাওয়া উচিত, তাকেই অধিনায়কত্ব দেওয়া উচিত। আর যার কাছে যাবে, তার জন্য শুভকামনা।’
এ সময় তার কাছে প্রশ্ন রাখা হয় যে তিনি অধিনায়কত্বের জন্য প্রস্তুত কিনা। জবাবে হৃদয় বলেছেন, ‘আমি এই ব্যাপারে এখন কথা বলতে চাচ্ছি না। সামনে যেহেতু সিরিজ আছে, সেখানেই মনোযোগ দিচ্ছি।’
সাত মাস বিরতির পর ওয়ানডে ফরম্যাটে খেলতে নামছে বাংলাদেশ। আসন্ন সিরিজের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে মারকুটে এই ব্যাটার বলেছেন, ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারবো। এই সংস্করণে যেহেতু ভালো খেলি, এবার অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য সে অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’
এদিন বিমান ধরতে মিরপুর স্টেডিয়াম ছেড়ে যান তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম। তিন ম্যাচের ওয়ানডে শুরু হবে ৬ নভেম্বর। বাকি দুই ম্যাচ ৯ ও ১১ নভেম্বর। -বাংলাট্রিবিউন