জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব

২১শে, শহীদের রক্তের বিনিময়ে আমরা ভারত থেকে বিজেপি কে বিতাড়িত করবো, হুঁশিয়ারি অখিলেশের।

আজ ভারতের তৃনমূল দলের ২১ শে, শহীদ স্মরণে বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা শ্রী অখিলেশ যাদব বলেন যে একসময় পশ্চিম বাংলার মাটি থেকে বামফ্রন্টের উৎখাত করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন ভারতের জাতীয় কংগ্রেস এর প্রায় ১৭ জন, তাজা যুবক শহীদ হয়েছিলেন কলকাতার রাজপথে, ১৯৯৩, সালের ২১শে, জুলাই। ঠিক সেই দিন কে স্বরণ করে প্রতি বছর একুশে জুলাই স্বরণ সভা অনুষ্ঠিত হয় কলকাতার রাজপথে। তৎকালীন বামফ্রন্টের সরকার ও তার পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ে ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা কর্মীদের উপর। এবং গুলি চালায় এতে তেরজন যুবক শহীদ হয়েছিলেন। আজকের এই সভা থেকে তৃণমূল দলের সাধারণ সম্পাদক এবং এম পি অভিষেক ব্যানার্জি বলেছেন যে পশ্চিম বাংলার মানুষ যে ভাবে তৃনমূল দলের প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাদের কে আপন করে নিয়েছে এবং পশ্চিম বাংলার মাটি থেকে বিজেপি কে বিতাড়িত করতে সাহায্য করেছে তা ভুলতে পারি না। তিনি বলেন যে আগামী ২০০৬,শের বিধান সভার নির্বাচনে যারা দলের পাশে ছিলেন এবং দলের হয়ে কাজ করেছেন তাদের কে টিকিট দেয়া হবে।আর যারা দলের বিরুদ্ধে এবং মানুষের জন্য কাজ করে না তাদের কে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন। আজকের এই ঐতিহাসিক সভা থেকে তৃণমূল দলের নেত্রী এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একুশে আমরা ভুলতে পারি না। তাজা তরুণদের রক্তে র বিনিময়ে আমরা আজ পশ্চিম বাংলার ক্ষমতায় এসেছি তাই তাদের স্বপ্ন কে বাস্তবায়ন করতে হবে। এবং পশ্চিম বাংলার প্রতি কেন্দ্র র বঞ্চনা র বিরুদ্ধে সব বিরোধী দল কে এক হতে হবে। ভারত থেকে বিজেপি উৎখাত করতে চায় তার দল। সেই সঙ্গে তারা চায় পশ্চিম বাংলার উন্নয়ন ও বিকাশ। পশ্চিম বাংলার প্রতি বঞ্চনা তারা মেনে নেবেন না। পশ্চিম বাংলার অধিকার কে বাস্তবায়ন করতে আগামী দিনে বৃহত্তম আন্দোলন শুরু করার ব্যবস্থা করবেন।তার দলের এম পি ও সদস্যরা লোকসভার ভিতরে এবং বাইরে আন্দোলন করবেন।

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video