জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

১৫ বছরেও বিএনপির কিছু নেতার শিক্ষা হয়নি : বিএনপি নেতা হযরত আলী

১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়াতে বাধ্য হয়েছে। আমাদের উপরে অত্যাচার নির্যাতন কম হয়নি। তবুও বিএনপির কিছু নেতা-কর্মীর শিক্ষা হয়নি। শেরপুরের আওয়ামী লীগের অনেক বিপথগামী নেতাকর্মী যারা অর্থবিত্তের মালিক, খুনের মামলায় অভিযুক্ত, তাদেরকে বিএনপির কেউ কেউ লালন পালন করছেন। সত্য-মিথ্যা আত্মীয়তার পরিচয় দিয়ে বাঁচাতে চাচ্ছেন। এমন প্রমাণ আছে আমার কাছে। সময় মতো তাদের পরিচয় পরিস্কার করা হবে। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না। সম্ভাবনা নেই, তবে আবার যদি আওয়ামী লীগ আসে, তাহলে সবার জন্য বড় আয়নাঘর অপেক্ষা করছে। তাই সবাই সাবধান হয়ে যান।

শুক্রবার ১ ডিসেম্বর শেরপুর শহরের গৃর্দানারায়ণপুর এলাকায় আয়োজিত এক কর্মী সমাবেশে এ কথা বলেন তিনি। কর্মী সমাবেশে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি হিসেবে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশ উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মো. মেহেদী আলী খান।-আমাদের সময় ডটকম