এ বছর এখন পর্যন্ত কাস্টমস প্রায় পাঁচ হাজার কেজি মাদক আটক করেছে। পরিমাণটা গত বছরের সারা বছরের সমান। সুইডেনে এত পরিমাণের মাদক কাস্টমস এর আগে কখনও আটক করতে পারে নি। এত পরিমাণ মাদক দেশে আসা রীতিমত উদ্বেগজনক। অপরাধীদের দল মাদক বিক্রির মাধ্যমে অনেক টাকা উপার্জন করেছে যার ফলে সুইডেনে অপরাধ এখন যেকোন সময়ের চেয়ে বেশি। মানুষ যে সকল জিনিস সুইডেনে নিয়ে আসে কাস্টমস তা নিয়ন্ত্রণ করে। অনেক সময়ই কাস্টমস বিভিন্ন ধরনের ওষুধ এবং মাদক খুঁজে পায় যা সুইডেনে নিয়ে আসা নিষিদ্ধ। গত বছরের তুলনায় দ্বিগুণ মাদক খুঁজে পেয়েছে কাস্টমস ট্যাবলেট হিসাবে। এ ছাড়াও তারা গাঁজা এবং কোকেন খুঁজে পেয়েছে।
সুইডেন
সুইডেনে মাদক আটকে রেকর্ড
- লিখেছেন নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১২, ২০২৪
- ০ মন্তব্য
- ১ মিনিটের কম সময়
- 277 জন দেখেছে

Leave feedback about this