জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ মতামত

সংবিধান-বিরোধী উপদেষ্টারাঃ শপথভঙ্গকারী প্রতারক নন?

মাসুদ রানা : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোন্‌ কোন্‌ উপদেষ্টা ১৯৭২ সালের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান চান? আমি কি তাঁদের স্মরণ করিয়ে দিতে পারি যে, তাঁরা এই সংবিধানের অধীনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন?

রাষ্ট্রপতি “বিসমিল্লাহির রাহমানির রাহিম” বলে তাঁদেরকে যে শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং তাঁরা হুবহু যে শপথ বাক্য পাঠ করেছেন, তার পাঠ নীচে দেওয়া হলো।

“আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে, আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি আমি প্রীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথা বিহিত আচারণ করিব।”

আল্লাহ্‌র নাম দিয়ে শুরু করা সমগ্র জাতির সামনে সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরপত্তা বিধানের শপথ করার পর এখন আপনার এই সংবিধানকে “মুজিববাদী সংবিধান” আখ্যায়িত করে তা ডাস্টবিনে ফেলে দিতে চান? শপথ ভঙ্গকারীদের কী বলা হয় বাংলায়? প্রতারক নয়? আপনার কি শপথ ভঙ্গকারী প্রতারক নন? ২৫/১০/২০২৪। লণ্ডন, ইংল্যাণ্ড