জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ মতামত

শেখ হাসিনা : যদি না-করে থাকেন পদত্যাগ?

মাসুদ রানা : ৫ই অগাস্ট গণ-অভ্যূত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করেছেন। আর, তখন বলা হয়েছিলো যে, তিনি পদত্যাগ করে পালিয়েছেন।
এখন সাংবাদিক মতিউর রহমান মতিউর রহমান চৌধুরী অনুসন্ধান করে ও রাষ্ট্রপতির সাক্ষাতকার নিয়ে নিশ্চিত করেছেন যে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেননি।

এটিই যদি সত্য হয় যে, শেখ হাসিনা পদত্যাগ করেনননি, এটিও সত্য হতে বাধ্য যে, তিনি পালিয়ে যাননি, তাঁকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে।

আর, তাই যদি হয়, তো, কী দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই যে, শখ হাসিনা দেশ থেকে তাড়িয়ে দেওয়া প্রধানমন্ত্রী। অর্থাৎ, আগামীর বাংলাদেশ হবে সাংঘাতিকভাবে গোলমেলে ও অনিশ্চিত।

তবে, একটা বিষয় নিশ্চিত যে, মুহাম্মদ ইউনূসের সরকারের কোনো লেজিটিম্যাসি বা বৈধতা নেই। তা সত্ত্বেও তাঁর সরকার যে সংস্কারের কথা বলে ১৯৭১ সালের প্রতিষ্ঠিত রাষ্ট্রটিকে পালটে দিতে চাইছেন রিসেট বাটন চেপে, তার প্রতিক্রিয়ায় বাংলার স্থলে-জলে-অন্তরীক্ষে যে প্রচণ্ড তুফান উঠবে তা কি তাঁরা ভেবে দেখেছেন?

২০/১০/২০২৪। লণ্ডন, ইংল্যাণ্ড। ফেসবুক থেকে