ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না রোহিত শর্মা ও বিরাট কোহলির। দলের এই দুই গুরুত্বপূর্ণ ব্যাটারের পারফরম্যান্সের প্রভাব পড়েছে ভারতের পারফরম্যান্সেও। নিউ জিল্যান্ডের কাছে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে তারা। আর রোহিত-কোহলির এমন অবস্থাকে বাবর আজমের সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে একদমই নিষ্প্রভ ছিলেন রোহিত ও কোহলি। ৬ ইনিংসে কেবল একটি করে ফিফটির দেখা পেয়েছেন এই দুই ব্যাটার। পুরো সিরিজে মাত্র ১৫ দশমিক ৫ গড়ে কোহলি রান করেন ৯৩। রোহিতের অবস্থা আরও বাজে। ১৫ দশমিক ১৬ গড়ে ভারত অধিনায়কের রান কেবল ৯১। অলআউট স্পোর্টস
Play Video
Close PlayerUnibots.com
অন্যদিকে সাদা পোশাকের ক্রিকেটে বাজে সময় পার করছিলেন বাবরও। ব্যাট হাতে ছন্দহীনতায় বাদ পড়েছেন পাকিস্তানের টেস্ট দল থেকেও। ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত টেস্টে কোনো ফিফটি হাঁকাতে পারেননি তিনি। ১৭ ইনিংসে ২০ দশমিক ৭০ গড়ে তার সংগ্রহ ৩৫২ রান।
রোববার মুম্বাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ১৪৭ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি ভারত। ১২১ রান অলআউট হয়ে ম্যাচ হারে ২৫ রানে। ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে রোহিত-কোহলির পারফরম্যান্স বিশ্লেষণে বাবরের প্রসঙ্গ টেনে আনেন বাসিত।
বাবরের পর রোহিত ও কোহলিও একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, ফর্মে নেই। রোহিত (রোববার) যখন দুটি বল মিস করে তখন একটি তার প্যাডে লাগে, আরেকটি তলপেটে। এরপর সে এগিয়ে এসে চার মারে। এর মানে হলো তার পা নড়ছে না, ফর্মে নেই।
প্রথম শ্রেণির ক্রিকেট না খেলায় রোহিত-কোহলির এই সমস্যা হচ্ছে বলে মনে করেন বাসিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে এই দুই ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেন পাকিস্তানের হয়ে ২ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা এই ক্রিকেটার।
বিরাট কোহলি একদমই ছন্দে নেই। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে তার ঘরোয়া ক্রিকেটে খেলা প্রয়োজন। রোহিতেরও। তাদের ব্যাটিংয়ে টেস্ট ম্যাচের অনুশীলন দেখা যায় না।
রোহিত-কোহলির ঘরোয়া ক্রিকেটে অংশ না নেওয়ার সুযোগ করে দেওয়া নিয়েও সমালোচনা করেন বাসিত।
ঘরের মাঠে চলতি মৌসুমের ৫ টেস্টের ১০ ইনিংসে (বাংলাদেশের বিপক্ষে ২টি, নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩টি) ১৩ দশমিক ৩০ গড়ে রোহিত রান করেছেন ১৩৩, সর্বোচ্চ ৫২। সমান ইনিংসে ২১ দশমিক ৩৩ গড়ে কোহলির সংগ্রহ ১৯২, সর্বোচ্চ ৭০।-আমাদেরসময়ডটকম