জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব

রুশ সয়ুজ রকেটের মাধ্যমে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণে ইরান

ইরান আগামী ফারসি বছরের (২০ মার্চ ২০২৬ যা শেষ হবে) শেষ নাগাদ একটি রুশ সয়ুজ রকেট ব্যবহার করে নতুন একটি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। নতুন এই স্যাটেলাইটটি ছবি ধারণ এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) সেবা প্রদান করতে সক্ষম হবে বলে জানানো হয়েছে।-খবর মেহর নিউজ। আমাদের সময়ডটকম

সোমবার মেহর নিউজ এজেন্সিকে (এমএনএ) দেওয়া এক সাক্ষাতকারে ইরানের জ্ঞান-ভিত্তিক সংস্থা ওমিদফাজার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হোসেইন শাহরাবি এই তথ্য জানান।

তিনি বলেন, রাশিয়ার সাথে কাউসার এবং হুদহুদ উপগ্রহ উৎক্ষেপণের বিষয়ে আলোচনা হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় রাশিয়ার সয়ুজ রকেট ব্যবহার করে শীঘ্রই আরেকটি উপগ্রহ উৎক্ষেপণ পরিকল্পনার কথা জানান তিনি।