জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব

ভারতের বস্তারে মাওবাদী সাথে সি আর পি এফ গুলির লড়াইয়ে খতম ১১, জঙ্গি

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: ভারতের ছত্রিশ গড়ে ঘন জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদী কমনিস্ট সেন্টার এর জঙ্গিগোষ্ঠী র সাথে ভয়াবহ গুলির লড়াইয়ে খতম হয়েছে ১১,জন মাওবাদী। ছত্রিশ গড় রাজ্যের সুকুমায় ও বস্তার এর ঘন জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিগোষ্ঠী র খোঁজে চিরুনি অভিযান শুরু করে,সি আর পি এফ জওয়ানরা। তাদের উপস্থিতি টের পেয়ে প্রথমে গুলি ছুড়তে থাকে মাওবাদী সদস্যরা। প্রত্যুত্তরে পাল্টা গুলি চালায় সি আর পি এফ জওয়ানরা। ঘটনার স্হান থেকে প্রায় এগারো জন মাওবাদী সদস্যদের লাশ উদ্ধার করে সি আর পি এফ জওয়ানরা। আহত বহু মাওবাদীদের নিয়ে গভীর জঙ্গলে লুকিয়ে পড়ে মাওবাদী জঙ্গিগোষ্ঠী সদস্যরা।এর পর পুরো এলাকা জুড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে ভারতের সি আর পি এফ জওয়ানরা। ঘটনার স্হান থেকে পাওয়া গেছে প্রচুর গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র সহ বিস্ফোরক। তবে এই গুলির লড়াইয়ে সি আর পি এফ জওয়ানদের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন ধরে ভারতের ছত্রিশ গড় রাজ্যের ঘন জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদী জঙ্গিগোষ্ঠী সদস্যরা মাঝে মাঝে হামলা চালায় ভারতের সামরিক বাহিনীর সদস্যদের উপর। বহু ক্ষেত্রে আচমকা হামলার শিকার হন জওয়ানরা। কোথাও লুকিয়ে রাখা মাইন বিস্ফোরণে উড়িয়ে দেয় সেনাবাহিনী র কনভয়। বহু ক্ষেত্রে আহত সেনাবাহিনী র সদস্যদের কাছ থেকে হাতিয়ে নেয় মারণাস্ত্র। সেগুলো ব্যবহার করা হয় ভারতের সামরিক বাহিনীর সদস্যদের উপর। আজকের এই ঘটনার পর বস্তার জেলার পুলিশ সুপার ঘটনার স্হানে ছুটে যান। এবং সি আর পি এফ জওয়ানদের সাথে যুক্ত হয়ে মাওবাদীদের খোঁজে চালিয়ে যাচ্ছে তল্লাশি।