অভ্যুত্থানে স্বামীকে নিহত দেখিয়ে মামলা, জীবিত প্রমাণে থানায় আল আমিন, ‘ভাই, আমি মরি নাই’!
মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে সিলেট মেট্রোপলিটন দক্ষিণ সুরমা থানার একটি কক্ষে বসে এভাবেই কথাগুলো বলছিলেন ৫ আগস্ট আশুলিয়া থানায় হত্যা মামলায় নিহত দেখানো আল আমিন। তিনি আরও বলেন, নিজের স্ত্রী যদি স্বামীকে মৃত বানিয়ে মিথ্যা মামলা দায়ের করে, তাহলে সেই স্বামী জীবনের সবচেয়ে দুর্ভাগা।-খবর জাগোনিউজ২৪, যমুনাটিভি ও আমাদেরসময় ডটকম ‘ভাই, আমি মরিনাই, কেউ যদি আমার