বামপন্থীরা একজোট হতে না পারলে একজনও বাঁচবেন না!
মনজুরুল হক : বামপন্থীরা একজোট হতে না পারলে একজনও বাঁচবেন না। ভবিষ্যতে পরিস্থিতি এমন কনফ্রন্টেশনে চলে যাবে যেখানে দেশ বাঁচানো দূরের কথা, নিজেরাই বাঁচতে পারবেন না। মতাদর্শীক ঐক্যের অপেক্ষায় থাকার সময়ও দ্রুত শেষ হয়ে আসছে। বাঁচতে হলে একজোট হতে হবে। আপনি বাঁচলেই জনগণকে বাঁচানোর উদ্যোগ নিতে পারবেন। বিপ্লবী রাজনীতিতে শ্রেণিগত, মতাদর্শগত এবং কৌশলগত ঐক্য হয়।