ধর্ষণের সমাধান পথ- মৃত্যুদন্ড
বর্তমানে বাংলাদেশে যে সমস্যা টি মহামারি আকারে ধারণ নিছে তা হলো “ধর্ষণ”। কিছু দিন আগে ইভটিজিং মহামারি আকারে ছিলো। আসলে আমরা যে জিনিসটা বুঝার চেষ্টা করি নাই তা-হলো ইভটিজিং হলো ধর্ষণ করার পূর্ব লক্ষণ। যাই হোক, নিজের বলতে লজ্জা লাগে যে এদেশে ৫ বছরের শিশু পর্যন্ত ধর্ষণ হয়। ৫ই আগস্ট ২০২৪ পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি দিনে