দেশে যারা মিডিয়া চালান, তাদের অধিকাংশই মিডিয়ায় বাতাবি লেবুর চাষবাস করছেন!
আশরাফুল আলম খোকন : মিডিয়ার উপর ইউনূস সরকারের নিয়ন্ত্রণ কতটা নিবর্তনমূলক, তা একটা উদাহরণেই বুঝা যাবে। তারা দেশে বসে হুংকার দেয়, বিদেশে বসে যারা মিডিয়া চালায় তারাও ভয়ে চুপসে গেছেন। ভয়ংকর রকমের সাহসী ও পেশাদার সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাইও ভয়ে আটকে গেছেন। এবং, ভয় যে পেয়েছেন সেটাও প্রকাশ করতে পারেননি, আইনি ব্যাখ্যা দিয়ে সম্মান রক্ষার