তালাবদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, দেয়ালে লেখা ছিল হত্যার কারণ
ঝিনাইদহে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘরের দেয়ালে তাকে হত্যার কারণও লেখা ছিল। বুধবার (০৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে তোয়াজ উদ্দিন শেখ নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়।


