কপালে বা মুখে কালো দাগ পড়ে, কিভাবে দূর করবেন ?
আমাদের অনেকের কপালে বা মুখে কালো দাগ পড়ে, আমরা হতাশায় ভুগি এবং দুশ্চিন্তা করি কিন্তু চিন্তা করার কারণ নেই, এর সমাধান আছে। কপাল বা মুখের এই দাগগুলি কে হাইপারপিগমেন্টেশন বলে। মেলানিন আমাদের ত্বকের রঙ নির্ধারণ করে। মেলানিনের অতিরিক্ত উৎপাদনের ফলে ত্বকে হাইপারপিগমেন্টেশন হয়। আমাদের ত্বকে মেলানোসাইট নামে এক ধরণের কোষ আছে যা মেলানিন উপাদান করে।