কিছু লোক নাজিল হতে পারে, যারা ঘোষণা দেবেন ‘বিনা বেতনে উপদেষ্টা হিসেবে কাজ করতে আগ্রহী’!
কবির য়াহমদ : কিছুদিনের মধ্যে এমন কিছু লোক নাজিল হয়ে যেতে পারে, যারা ঘোষণা দেবেন– ‘বিনা স্বার্থে, বিনা বেতনে উপদেষ্টা হিসেবে দেশ সেবায় কাজ করতে আগ্রহী। শুধু দেশ সেবা করতে চাই, অন্য কিছু নয়।’ উপদেষ্টা পদটি এখন এমন যে, এখানে আসিফ নজরুল ও আসিফ মাহমুদ এক কাতারে, এক কাতারে নেমে গেছেন সালেহ উদ্দিন ও নাহিদ