শরিফুজ্জামান শরীফ : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলায় জেলায় কমিটি করছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা কার্যক্রম চালাচ্ছে। কিন্তু ৭ নভেম্বর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের ছবি সম্বলিত ছাত্রদলের পোস্টার লাগানোর বিরুদ্ধে আজ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করছে,মিছিলে মূল নেতৃত্ব ছিল না কিন্তু কর্মীরা ছিলো। মিছিল শেষে সব পোস্টার ব্যানার ছিড়ে ফেলেছে। মিছিল থেকে ছাত্রদলকে দরকার হলে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে। শুধু এই প্লাটফর্ম শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করবে, তারা কিংস পার্টি গঠন করবে কিন্তু অন্য কেউকে তারা রাজনীতি করতে দেবে না। এরা এটাকে গনতন্ত্র বলছে।
আমি ছাত্রদলের রাজনীতি সমর্থন করি না কিন্তু এই পরিবর্তনে তাদের ত্যাগকে অস্বীকার করতে পারি না। আজ কোথায় যেন দুই সমন্বয়ক বলেছে, মানুষ দখলদার চাঁদাবাজ চায় না তারা নতুন জনপ্রতিনিধি চায়। এরা কী বলতে চাইছে, বিএনপির কি বুঝতে পারছে? এদের এখন টার্গেট বিএনপি।
বিএনপির পৃথিবীকে আস্তে আস্তে সংকুচিত করে ফেলা। আর যারা এগুলো করছে এদের সবার রাজনীতি আছে,এরা কেউ সাধারণ শিক্ষার্থী নয়,রাজনৈতিক সিদ্ধান্ত ও লক্ষ্য নিয়ে এরা মাঠ গরম করে রাখছে।
প্রতারিত হওয়া সাধারণ শিক্ষার্থীরা এখন আর এদের সাথে নেই। দেশের মিডিয়া ভয়ে এদের প্রোমোট করছে, রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা কি করে, কী খায় এসব নিয়ে আগ্রহ, অনুসন্ধান করে নিউজ করলেও কয়েকজন সমন্বয়ক এর হঠাৎ জৌলুশ নিয়ে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না।
১৫ বছর ছাত্রলীগ করে কারা কোটিপতি হয়েছে সেই নিউজ করে, এসব জানতে পেরে আমরা খুশী কিন্তু ছাত্রলীগ না করে তিন মাসে কারা কোটিপতি হয়েছে তাও জানতে চাই। ফেসবুক থেকে