আজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত কেন্দ্রীয় নীতি আয়োগ কমিটির বৈঠকে যখন পশ্চিম বাংলার প্রতি বঞ্চনা এবং অসহযোগিতা ও একশত দিনের কাজ বন্ধ নিয়ে কথা বলতে উঠলেন। ঠিক সেই সময় হঠাৎ করে তার সামনের মাইক্রোফোন বন্ধ করে দিল নীতি আয়োগ কমিটি।এর প্রতিবাদ জানিয়ে বৈঠক থেকে বের হয়ে আসেন তৃনমূল দলের সভানেত্রী এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি যে কারনে স্বাধীন ভাবে নীতি আয়োগ কমিটি গঠন করা হয়েছিল তার ভূমিকা পালন করতে না দেওয়ায় কারণ কি। তিনি বলেন যে যেখানে পশ্চিম বাংলার দাবি পূরণ নিয়ে কথা বলতে দেওয়া হয় না। সেই নীতি আয়োগ কমিটি গঠন করার মূল্য নেই। সেই সঙ্গে এন ডি এ সরকারের নয়া দিগন্ত ও বিকাশের ভাবনা কি উবে গেল।যে বৈঠকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হবে তাদের রাজ্যের অধিকার এবং সাধারণ মানুষের অধিকার ও পাওনা টাকা আদায় নিয়ে সেই বৈঠকে থাকার কোন দরকার নেই। এই ঘটনার পর তিনি পশ্চিম বাংলার মানুষের অধিকার নিয়ে সবর হন মিডিয়ার সামনে।
ভারত থেকে নিউজ দাতা, মনোয়ার ইমাম
Leave feedback about this