জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ মতামত

নানা পর্যায়ে জামাতিকরণ কি তাহলে আপনার সমর্থনেই ঘটছে, ড. ইউনূস?

মঞ্জুরে খোদা টরিক : শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের বাংলাদেশে কোনো জায়গা এখন নেই: ড. ইউনূস।
আবারো বলছি, ব্যক্তির অপরাধ ও দলের অপরাধ এককথা নয়। শেখ হাসিনা তাঁর সহযোগী ও সরকারের যারা করেছে তার বিচার হোক। কোনো ব্যক্তি একা অপরাধী হয়ে উঠতে পারে না যদি রাষ্ট্রীয় কাঠামো তাকে সহায়তা না করে। সেই কাঠামোকে অপরিবর্তিতে, অক্ষুণ্ন রেখে অপরাধ কমাতে পারবেন না। বর্তমান পরিস্থিতি তার প্রমাণ।
আওয়ামী লীগের অপরাধ কি জামায়াতের চেয়ে অধিক? যদি হ্যাঁ হয়, তাহলে তাদের নিষিদ্ধের কথা বলছেন না কেন? অপরাধ পুরনো হলেই কি তা তামাদি হয়ে যায়? দায় মুক্তি হয়ে যায়? বর্তমানে নানা পর্যায়ের জামাতীকরণ কি তাহলে আপনার সমর্থনেই ঘটছে বলতে হয়?

এই দলকে নাই করার হুমকি দিলে কি দেশে ঐক্য ও শান্তির পরিবেশ তৈরী হবে, না সংঘাতের? আওয়ামী লীগ বাংলাদেশের একটি প্রধান দল, তাদের পতন, ক্ষমতাচ্যুতি, নেতাদের আত্মগোপন, পলায়ন মানে কি এই দল শেষ হয়ে গেছে? হয়নি। তার প্রকাশ কি দেখছেন না?

আপনার এমন ভাষা আগে শুনিনি। আপনার অপ্রকাশিত গোপন ক্রোধ বেড়িয়ে আসছে ক্রমশ, নিজেকে আর লুকাতে পারছেন না। আপনার এই হুঙ্কার দেশকে স্পষ্ট বিভক্তির বার্তা দিল। এই দলের কোটি কোটি সমর্থক আছে তাদের আপনি কি বার্তা দিলেন?

এই হুঙ্কার যদি দেশের চলমান সংকট মোচনে দিতেন তাহলে কিছুটা কাজ হলেও হতে পারতো। কিন্তু সেটা হয়নি। আপনিও ঐ কচিকাচাদের ভাষাতেই কথা বললেন। আপনার করার কথা ছিল সংস্কারের মাধ্যমে দেশে একটি শান্তি-সম্প্রীতির পরিবেশ আনার, সেটা করতে পারছেন না। প্রতিদিন দেখছি প্ত্রিকার পাতাজুড়ে, মামলা, গ্রেফতার, সন্ত্রাস, দখল, চাঁদাবাজি, মুল্যবৃদ্ধি সামগ্রিক নৈরাজ্য। তিন মাসে আপনাদের অর্জন কি জেল ভর্তি আওয়ামী কয়েদি ছাড়া..?

আপনাকে চিন্তা করেছিলাম একজন বিশ্বপরিসরে ভাবনার মানুষ। বাংলাদেশের কোনো জাতীয় দৈনিকে নয়- ফাইনাশিয়াল টাইমসে এই কথা বলার মাধ্যমে আপনি বিশ্ব সম্প্রদায়কে জানিয়ে দিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁর দল সম্পর্কে আপনার কঠোর অবস্থানের কথা।

আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কি নেই সেটা অবশ্যই ঠিক করবে রাজনৈতিক দল, আপনিও সে কথা বলছেন। তবে আপনার এই বক্তব্য বাড়তি কিছু ইঙ্গিত করে মনে করি। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি পরিষ্কার বলেছে যে তারা কোনো দলের নিষিদ্ধ চায় না। তাহলে এই কথা আপনি কাকে বলছেন? কার উপর চাপ সৃষ্টি করছেন? বিগত ১৫ বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। অথচ তাদের দেখছি অনেক সহনশীল, আর আপনাকে দেখছি তাদের চেয়ে অনেক ভয়ংকর ও প্রতিহিংসা পরায়ন। লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক