জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

ড. মুহাম্মদ ইউনূস রিসেট ন্যারেটিভ দিয়ে ভুল করেছেন, একটা পিআর ডিজাস্টার ঘটে গেছে!

মুশফিক ওয়াদুদ : সাংবাদিকতা এবং পলিটিক্যল কমিউনিকেশনের ছাত্র এবং পর্যবেক্ষক হিসেবে আমি মনে করি ড. মুহাম্মদ ইউনূস এই রিসেট ন্যারেটিভ দিয়ে ভুল করেছেন। একটা পিআর ডিজাস্টার ঘটে গেছে। আমার ধারণা উনি বলতে চেয়েছেন মুক্তিযুদ্ধে নিয়ে রাজনৈতিক যে নিষ্পেষণ চলেছে আওয়ামী লীগ আমলে সেখান থেকে সবাই মুক্তি চান।

কিন্তু সমস্যা হলো জামায়াতের লোকজন নিয়ে। এরা সারা দিন মুক্তিযুদ্ধ ভুল ছিল এটা প্রমাণ করতে চান। যেমন, আমার একটা পোস্টে একজন লিখেছে মুক্তিযোদ্ধাদের কে নাকি এক সময় মানুষ ঘৃণা করা শুরু করবে ষড়যন্ত্রের কারণে বা এমন কিছু।
ফলে দেশের বেশিরভাগ মানুষ মনে করেছে যে এই রিসেট ন্যারেটিভ দিয়ে মুক্তিযুদ্ধ কে বাতিল করতে চাচ্ছেন। দেশের বেশিরভাগ মানুষ এটা কে সমর্থন করে না।

আর এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি নিয়ে বেশি কচলাতে গিয়ে রিসেট ন্যারেটিভ টাই ইতিহাসের অংশ হয়ে গেছে।
একটা সমস্যা হচ্ছে ড. ইউনূস আগে যখন প্রেসের সামনে আসতেন তখন কঠিণ প্রশ্নের সম্মুখীন হতেন না। ফলে এখন রাজনীতিবিদরা যেমন প্রশ্ন ফেস করেন তা করতে হচ্ছে। এতে তাঁর কিছুটা মানিয়ে নিতে ঘাটতি দেখি।
এ বিষয়ে সচেতন না হলে বিপদ বাড়তেই থাকবে। লেখক ও গবেষক। সূত্র : https://www.facebook.com/mushfique.wadud