ফজলুল বারী: ইউনুস সরকারপন্থী লোকজনের চোখেমুখে হতাশার সুর! কারন তারা ভুলে গিয়েছিলেন কাঁঠাল গাছে আম ধরে না, কাঁঠালই ধরে। একদল দুর্নীতিবাজ এনজিও মহাজনদের কাছে তারা বিপ্লব, বিপ্লবী সরকার আশা করেছিলেন! এনজিওরা সরকারকে ঘুষ দিয়ে তাদের বাজেট পাশ অনুমোদন করায়। সরকার চালায়না। তারা বিপ্লব করেনা। তিনমাসে জানা গেলো তারা কত অযোগ্য ব্যর্থ! আসলে এটাই আমাদের কোয়ালিটি। যাঁদের যেখানে বসানো হয়েছে মঙ্গলগ্রহ থেকে আসেননি।
ডক্টর ইউনুসকে চিনতে তারা ভুল করেছেন! ইউনুস নিজে প্রধান বকাউল্লাহ! তিনি বলতে ভালোবাসেন শুনতে নয়। তিনি কারো কথা শুনছেননা কারন তিনি নিজেকে দেশের সবচেয়ে যোগ্য লোক মনে করেন! এরজন্য তিনি কার তিনমাসে সরকার বাজার ও আইনশৃংখলা নিয়ন্ত্রণে ব্যর্থ। আগের তত্বাবধায়ক সরকারগুলো তিনমাসে নির্বাচন করে চলে গেছে! আর ইউনুস সরকার এখনও ডিম পাড়ার চেষ্টাই করছে!
জনগণের দৃষ্টি ভিন্নখাতে সরাতে সরকার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার বিচারকে প্রাধান্য দিতে হবে! এটা বুমেরাং হবে। কারণ ছাত্র নেতাদের একজন বলেছেন, পুলিশ হত্যা না করলে এভাবে আন্দোলন জমে উঠতোনা! ইউনুস সরকার দেখিয়েছে পুলিশ খুন করলে আনটাচ ইনডেমনিটি পাওয়া যায়!
আসিফ নজরুল এরমাঝে অনেক ধৃষ্ট মন্তব্য করে ফেলেছেন! সর্বশেষ বলেছেন, শেখ হাসিনাকে ধরে আনবেন! আসিফ নজরুলরা এত কথা বলেন, তবু সাহস করে সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলেননা! সেনাবাহিনীর যে হেলিকপটারে করে শেখ হাসিনাকে ভারতে দিয়ে এসেছে, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার পর তাঁর সফরসংগী সেনা কর্মকর্তারা দেশে ফিরে আসেন! এদের বিরুদ্ধেও কথা বলার সাহস সরকারের নেই। কারণ ছিড়ে ফেলবে। লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক।ফেসবুক থেকে