জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

ছাত্রলীগ : এতো শিক্ষার্থীর শিক্ষাজীবন নষ্ট করার অধিকার আপনাদের কে দিয়েছে?

আশরাফুল আলম খোকন : ক্ষমতা, কোনো চিরস্থায়ী বন্দোবস্ত না। কখনো না কখনো পরিবর্তন হবেই, যতই শক্তিশালী হোক না কেন। আমাদের কারো কারো আচরণও চিরস্থায়ী বন্দোবস্তের মতই ছিলো। এখনকার সরকারের শারীরিক ভাষা দেখে মনে হচ্ছে, তারা আজীবনের জন্য ক্ষমতায় এসেছেন। সবকিছুতেই, ধরাকে সরা জ্ঞান মনে করছেন।

একটা উদাহরণ টেনেই বলি। যেমন, যারা ছাত্রলীগের নেতা কর্মী ছিলেন, এমনকি যারা সমর্থক, তাদের পড়াশোনা এখন পুরোপুরি বন্ধ। তারা ক্লাশে যেতে পারছেন না, পরীক্ষায় অংশ নিতে পারছেন না। শ্রেণী কক্ষে তাদের মারা হচ্ছে, পুলিশে দেয়া হচ্ছে। শ্রেণীকক্ষ থেকে গ্রেফতার করার রেওয়াজ দেশে এই সরকার প্রথম চালু করেছে।
এতোগুলো শিক্ষার্থীর শিক্ষাজীবন নষ্ট করার অধিকার আপনাদের কে দিয়েছে? অন্যকে ফ্যাসিবাদ বলার আগে আয়নায় নিজেদের চেহারাটা দেখেন, আপনারা কি করছেন। যেই রেওয়াজটা চালু করেছেন এটার প্রতিক্রিয়াটাও কি হতে পারে, অনুমান করে নিয়েন।

মনে করার কোনো কারণ নেই, আপনাদের সরকার দেশের শেষ সরকার, এরপর আবার কোনো না সরকার আসবে। তখন যদি এই রেওয়াজ পরবর্তী সরকার সমর্থকরা চালু করে, সামাল দিবেন কিভাবে? ফেসবুক থেকে