জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

চুপ্পু কেন থাকবেন?

ব্রাত্য রাইসু : চুপ্পু কেন থাকবেন? জামায়াতে ইসলামির পক্ষ থিকা সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব তুইলা ধরা হইছে, ৯ অক্টোবর ২০২৪ তারিখে। আগুয়ান এই জামায়াতি ব্ল্যাকহোল থিকা বিএনপিরে রক্ষা করতে পারেন ওয়ান অ্যান্ড অনলি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু (জন্ম. পাবনা ১৯৪৯)। নট ইউনূস, নট সমন্বয়ক উপদেষ্টারা।
সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে বিএনপিরে খাইয়া দিবে জামায়াত।

রাষ্ট্রপতি বহাল থাকলে সংখ্যানুপাতিক নির্বাচন নামক জামায়াতের রাষ্ট্রদখল ঠেকাইতে পারবে বিএনপি।
এইটা বিএনপি জানে। এবং চুপ্পুও জানেন বিএনপিই তার রক্ষাকর্তা।
এই মুহূর্তে চুপ্পুরে সরাইতে চাইলে সরকার অস্থিতিশীল হবে, বিএনপি তার দেশব্যাপী শক্তি প্রদর্শন শুরু করবে।
বিএনপিপন্থী ছাত্ররাও তাই করবে, শক্তি প্রদর্শন। কাজেই ছাত্র আন্দোলনও এই বিষয়ে কাজ করবে না।
গণঅভ্যুত্থান কেন হইছিল, এবং ভবিষ্যতে বিএনপি সরকারে আসতে চাইলে কী করবে দুইটারে একই অবস্থান থিকা দেখার ভুলের কারণে রাজনীতির চাইতে প্রতিশোধের রাজনীতিতে মত্ত আছে নতুন সরকার।
শত্রুর সঙ্গে কথা চালানোর নামই রাজনীতি। বিএনপি আওয়ামী লীগের সঙ্গে কী কী কথা এখন বলতে পারে এইটা আন্দাজ বা অনুমান করতে না পারলে সরকার ভালনারেবল থাকবে।

আপাতত ধইরা নিতে পারেন, সংখ্যানুপাতিক নির্বাচন ঠেকানোর জন্যেই চুপ্পুরে বহাল রাখতে চায় বিএনপি। চুপ্পু এই জিনিস, সংখ্যানুপাতিক নির্বাচন, আটকাইয়া দিবেন।
আমি মনে করি বিএনপি নিজের অস্তিত্ব টিকাইয়া রাখতে ধৈর্য অস্ত্র কাজে লাগাইয়া যা করতেছে তা এই দলের সুচিন্তিত অবস্থান।
আমার লগে বিএনপির সর্বোচ্চ মহল যোগাযোগ করলেও আমি এইটাই তাদের পরামর্শ দিতাম। কিন্তু বিএনপিতে আমার সম্ভাবনা নাই। সেইখানে আমার মতই বুদ্ধিমান কেউ একজন অলরেডি আছেন?
কে তিনি?
২৮/১০/২০২৪
#বিএনপি #জামায়াত #চুপ্পু। ফেসবুক থেকে