সুমন্ত আসলাম : ক্রিকেটার নাসুম আহমেদকে শারীরিকভাবে আঘাত করেছিলেন কোচ হাথুরাসিংহ, ২০২৩ সালে, বিশ্বকাপে। বছরখানেক পর সেই অপরাধে বরখাস্ত হচ্ছেন সিংহ সাহেব।
আমার প্রশ্ন হলো, এই ১ বছরে আমরা কী করলাম? ১. কোনো ছাত্রকে শারীরিকভাবে আঘাত করা আমাদের দেশে নিষিদ্ধ, ২. একজন বিদেশি আমাদের দেশের একজনকে আঘাত করেছেন, সেই দেশীয়জন আবার কেউ নন, নামী একজন খেলোয়াড়। যখন তখন সিংহের মতো গর্জে ওঠা এই আমরা বাংলাদেশীরা কেবল গর্জে উঠতে পারি না বিদেশি সিংহের সামনে।
তাই তো সেই কবে থেকে বিদেশিরা আমাদের, আমাদের দেশকে শাসন করছে, শোষণ করছে, চুষে খাচ্ছে; আর আমরাও চুষে যাচ্ছি কাইন্যা আঙুল, লম্বা আঙুল, আংটি পরা আঙুল, চ্যাপ্টা বুড়া আঙুল! ফেসবুক থেকে