স্টকহোমের লিলিহোলমেনের ট্রেক্যান্টেন হ্রদে ডুবে মঙ্গলবার ২০ বছরের একটি ছেলে মারা গেছে। উদ্ধারকর্মীরা পানিতে ছেলেটির লাশ খুঁজে পেয়েছে। পুলিশ অফিসার পন্টাস স্যান্ডুলফএই ঘটনাকে একটি মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে উল্যেখ করেছেন। গ্রীষ্মেকালে সুইডেনে পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা অনেক বেশি ঘটে । সুইডিশ লাইফসেভিং সোসাইটির পরিসংখ্যান মতে জুন মাসে পানিতে ডুবে মারা যাওয়ার সংখ্যা ছিল ১২ জন। সবচেয়ে বেশি মারা যায় হ্রদে বা লেকে সাঁতার বা গোসল করতে গিয়ে এছাড়াও কেউ কেউ নৌকায় ডুবে মারা যায় বা কেউ কেউ মাছ ধরতে গিয়ে মারা যায়। সুইডেনে জুনের শেষ পর্যন্ত ৩৩ জন পানিতে ডুবে গিয়েছিলো।
সুইডেন
গ্রীষ্মেকালে সুইডেনে পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা অনেক বেশি ঘটে
- লিখেছেন নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১৭, ২০২৪
- ০ মন্তব্য
- ১ মিনিটের কম সময়
- 636 জন দেখেছে

Leave feedback about this