আজম খান, ভিয়েনা , অস্ট্রিয়া: শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্প বানাইছিলেন গৃহহীনদের জন্য। আমি শুরু থেকে বেশ মনোযোগ দিয়ে কাজটা ফলো করেছিলাম। শুরুর দিকে বেশ কিছু দুর্নীতির অভিযোগ আসে। বিশেষত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যাবহার করা হয়। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করায় সেটাও বন্ধ হয়ে আসে। ওখানে বেশকিছু গরিব মানুষদের আশ্রয় জুটেছিল। ক্রমান্বয়ে দেশব্যাপী গৃহহীনদের এমন ঘর পাবার কথা ছিল। এই প্রকল্পের বাড়িগুলোর মালিকানা দেয়া হয়েছিল ঘরের নারীদের। শেখ হাসিনা কত খারাপ!
শেখ হাসিনা সরকারের পতনের পরে ঠিক ৫ আগষ্ট সন্ধ্যা থেকে আশ্রয়ন প্রকল্পে হামলা শুরু হয়। গরিব, ক্ষমতাহীন কিছু মানুষকে ওখান থেকে বের করে দিয়ে তাদের ঘরগুলো দখল করা হয়। অনেকের গায়ে হাত তোলা হয়। তার ধারাবাহিকতায় সুনামগঞ্জে আশ্রয়ন প্রকল্পের এক ঘরে আগুন দিয়ে এক পরিবারের ৬ জনকে পুড়িয়ে মারা হয়েছে (সূত্র: প্রথম আলো)।
জ্বি, হ্যাঁ, ঠিক পড়ছেন। পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে। এরা ছাত্র না, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তের অংশ না। এরা যে শ্রেণির প্রতিনিধিত্ব করে তাদের ফেসবুক ব্যবহারের সুযোগ, সামর্থ্য নাই। তাই একটা পরিবারকে জ্বালিয়ে মেরে ফেলা নিয়ে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তের ফেসবুকে কোথাও কথা নাই। এই সেই মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত যারা মাত্র ৫০ দিন আগে রাষ্ট্র সংস্কার, ইনক্লুসিভ, বৈষম্যহীন সমাজ গড়বে বলেছিলো।
Leave feedback about this